পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরান পরমাণু আলোচনার নতুন দফা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে আব্বাস বলেছেন, অন্যরা চাইলে তেহরান এই সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত।  

তবে, সম্প্রতি পরমানু আলোচনায় নিযুক্ত মধ্যপন্থীরা আঞ্চলিক উত্তেজনার ভিতর পরমানু আলোচনা জটিল বলে স্বীকার করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাসের এই সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার কথা রয়েছে।

আব্বাসের উদ্ধৃতি দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট ফিরে আসার পরেও একদিন নিউইয়র্কে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। তখন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।  

চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ান জয়লাভ করেন। ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানোর উদ্দেশ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার কথা বলেছেন। সূত্র: আল জাজিরা 

news24bd.tv/এসএম