শেয়ার লেনদেনে কারসাজি, সাকিব-হিরুকে জরিমানা

শেয়ারবাজারের লেনলেনে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার ব্যবসায়িক সহযোগী আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে। বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ভারতে আছেন সাকিব। সেখানে বসেই তিনি পেলেন এই দুঃসংবাদ।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাকিব-হিরুর জরিমানা করার বিষয়টি জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচ্যাঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার ফলে মো. আবুল খায়ের হিরুকে ২৫ (পঁচিশ) লাখ টাকা, সাকিব আল হাসাল কে ৫০ (পঞ্চাশ) লাখ টাকা, এশাল কমিউনিকেশন লিমিটেড কে ৭৫ (পঁচাত্তর) লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেড কে ১ (এক) লাখ টাকা, আবুল কালাম মাতবর কে ১০ (দশ) লাখ টাকা, লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ১ (এক) লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।

news24bd.tv/SHS