জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে মিলবে না এনআইডির কোনো সুবিধা।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই তথ্য গোপন করে নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র করেন। এ বিষয়ে করা তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের এনআইডি বাতিল করা হয়।

news24bd.tv/SHS