ভারতে পাচারকালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা। এ স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি বলেন, আটক আসামির নাম মাহফুজ মোল্লা। তিনি নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিজিবি কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদূরে বিজিবির স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে স্বর্ণের বারগুলো বের করে দেন।

কর্নেল সাইফুল্লাহ জানান, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং স্বর্ণেরবার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ