বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশি সময় রাত ৯টা) দিকে তারা বৈঠকের উদ্দেশ্যে জাতিসংঘ সম্মেলন কক্ষে প্রবেশ করেন। সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

জানা গেছে, বাইডেনের সঙ্গে ড. ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে এতে।

এছাড়াও বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিষয়টি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। তার পাশাপাশি ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে।

news24bd.tv/FA