নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্যও কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতের পর এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্যও কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূঁইয়া।

তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ আদায়ের বিষয়ে বেশি শুরুত্ব দেয়া হয়েছে বৈঠকে। এছাড়া বিশ্বব্যাংকের সহযোগিতায় পাচার করা টাকা উদ্ধার এবং পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও গভর্নরের কাছে দাবি জানিয়েছেন তারা।

খেলাপি ঋণ আদায় যেন সহজ হয় সে বিষয়টিও গভর্নরের কাছে উল্লেখ করেছেন বলে জানান গোলাম সারওয়ার। তিনি বলেন, এটা বাস্তবায়ন হলে তাদের তারল্য সংকট কেটে যাবে।

news24bd.tv/SHS