ম্যানেজারের দায়িত্বে এমিলি

আগামী মাসে কম্বোডিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।

তিন দিন আগে বাফুফে থেকে ম্যানেজার হওয়ার চিঠি পেয়েছেন এমিলি। এ বিষয়ে তিনি বলেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মূল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ। ’

খেলা ছাড়ার আগে দেশের শীর্ষ স্ট্রাইকার ছিলেন এমিলি। ২০০৫-২০১৫ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ঘরোয়া ফুটবল খেলেছেন প্রায় দেড় যুগ। খেলা ছাড়ার পর ফুটবলসংশ্লিষ্ট কাজেই থাকছেন।

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু।

news24bd.tv/SHS