সজীব ওয়াজেদ জয় নির্বাচনের বিষয়ে মুখ খুললেন

বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ সেনাপ্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে  যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে তিনি খুশি। তিনি বলেন , ‘আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। ’ তার মা হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে সজীব ওয়াজদ বলেন,  ‘এটা তার ওপর নির্ভর করছে। ’

তিনি বলেন, ‘আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ’ এ মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই ইউনূস সরকার তাদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। ’

তিনি বলেন, ‘কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ’ তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার আগে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে কি না, সেটা সরকারের ওপর নির্ভর করছে। ’

এদিকে রয়টার্স নির্বাচনী সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ‘পর্যালোচনা করে তিন মাসের মধ্যে তারা সুপারিশ জমা দেবেন। নির্বাচনের তারিখ ঘোষণার আগে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে কি না, সেটা সরকারের ওপর নির্ভর করছে। ’

news24bd.tv/ডিডি