রাজধানীতে একইসঙ্গে প্রশান্তি ও ভোগান্তি

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমছে। তবে মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষজন।

বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি আরও বাড়িয়েছে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যা সমাধানের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচলের দাবি নগরবাসীর৷

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে রাতভর থেমে থেমে বৃষ্টি হলেও সকাল ৯টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় রাজধানীতে।

ঝুম বৃষ্টি ও জলাবদ্ধতার দুর্ভোগে পড়ে নগরবাসী৷ সবচেয়ে বেশি বিপাকে পড়ে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষ৷

বাইরে বের হওয়া এসব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় যানজট। বেলা বাড়ার সাথে যানজট তীব্র আকার ধারণ করে, বনানী, সাতরাস্তা, মিরপুর, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশিরভাগ এলাকায়৷

নগরবাসীর অভিযোগ, যত্রতত্র বাসা থামানো, রাস্তার প্রশস্ততার তুলনায় যানবাহনের সংখ্যা বেশি, রাজপথে আন্দোলন ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় যানজট বেড়েছে রাজধানীতে। ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচল কারার পাশাপাশি জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধান চান রাজধানীবাসী।

news24bd.tv/FA