লেবাননে হিজবুল্লাহ এখনও শক্তিশালী: খামেনি 

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসিরায়েলের আগ্রাসনে হিজবুল্লাহর কিছু শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে তারপরেও হিজবুল্লাহকে শক্তিশালী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।  

বুধবার সামরিক কর্মীদের সাথে এক বৈঠকে খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও এটি টিকে থাকবে। তিনি আরও বলেন, "হিজবুল্লাহর কিছু কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে হিজবুল্লাহর ক্ষতি করেছে, তবে এটি এমন ক্ষতি ছিল না যা গ্রুপটিকে তার নতজানু হতে পারে। "

ইরানের নেতা বলেন, "হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি এবং মানবসম্পদ অত্যন্ত শক্তিশালী। " এসময় ফিলিস্তিনি ও লেবাননের চূড়ান্ত বিজয় হবে বলেও তিনি উল্লেখ করেন।  

গত কয়েকদিন ধরে ইসরায়েল-লেবাননের ভিতর হামলা পালটা হামলা চলছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবানন জুড়ে ৬২০ জনের বেশি লোক নিহত এবং ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।

এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে স্থানান্তর হয়েছেন। এছাড়া দেশটিতে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। সূত্র: আল জাজিরা 

news24bd.tv/এসএম