অভ্যন্তরীণ-বাহ্যিক উৎস থেকেই উন্নয়ন প্রকল্পের অর্থায়ন: কে এ এস মুর্শিদ

দেশের চলমান উন্নয়ন প্রকল্পের প্রতি গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির সভাপতি কে এ এস মুর্শিদ। উন্নয়ন প্রকল্পের কাজ চালিয়ে নিতে প্রয়োজনীয় অর্থায়ন দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবন কনফারেন্স হলে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে এসব কথা বলেন তিনি।

টাস্কফোর্স কমিটি কোন খাতগুলো নিয়ে কাজ করবে তা সুনির্দিষ্ট এবং চূড়ান্ত হয়নি জানিয়ে কে এ এস মুর্শিদ জানান, তাদের পরিকল্পনা অনুয়ায়ী এক বছর পর কার্যক্রমের ফলাফল পাওয়া যাবে।

এছাড়া অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির কাজের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/SHS