স্বাস্থ্য খাত আওয়ামী প্রেতাত্মামুক্ত না করলে সংস্কার সম্ভব নয়: ডা. জাহিদ

আওয়ামী লীগের প্রেতাত্মামুক্ত করে স্বাস্থ্য খাত সংস্কারের ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এখনো স্বাস্থ্য খাতে আওয়ামী লীগের প্রতাত্মারা বসে আছে। তাদের চিহ্নিত করে বিতাড়িত করা না হলে, এ খাতে সংস্কার সম্ভব হবে না। ’ 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্ট সমাবেশে তিনি এ কথা বলেন।  

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির সময় এ দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। আর বিগত ১৬ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী। এখন সময় এসেছে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের। দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হলে শুধু চিকিৎসক নয় মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে এ খাতে যারা আছেন, সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’ news24bd.tv/আইএএম