শ্রম সংস্কার চান প্রধান উপদেষ্টা, সহায়তা করবে আইএলও

শ্রম সংস্কার অন্তর্বর্তী সরকারের একটি শীর্ষ অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর এ ক্ষেত্রে সহায়তা করবে বলে তাকে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হুংবোও।  

বালাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে জাতিসংঘের শ্রম সংস্থার সহায়তার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আমরা আপনার সহায়তায় প্রস্তুত আছি। ’ 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আইএলও প্রধান ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।  

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘শ্রম সংস্কার তার সরকারের একটি শীর্ষ অগ্রাধিকার। কেননা তার সরকার এটিকে বাংলাদেশকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করার মূল বিষয় হিসেবে দেখে। ’

প্রফেসর ইউনূস শ্রম সমস্যা নিরসন বাংলাদেশের জন্য অধিক বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ করে দেবে উল্লেখ করে বলেন, ‘আমরা এ বিষয়ে খুবই আন্তরিক। ’ news24bd.tv/আইএএম