পাকিস্তানে ১৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানও দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু এবার পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ধাপেধাপে খোলার ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেডারেল শিক্ষামন্ত্রী শফকত মাহমুদ এক সংবাদ সম্মেলনে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আসন্ন ১৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্তই বহাল থাকবে এবং পর্যায়ক্রমে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে।  

সূত্র : দুনিয়া নিউজ

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল