রোমে বিনামূল্যে অনলাইন ক্লাসের উদ্যোগ নিল গুড সেফার্ড স্কুল

করোনাকালে যখন ছাত্রছাত্রীরা অলস সময় কাটাচ্ছে বাসায় ঠিক তখনই রোমে গুড সেফার্ড স্কুল উদ্যোগ নিল বিনামূল্যে অনলাইন ক্লাসের। অনলাইন ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে সন্মাননা পুরস্কার।

রোমে গুড শেফার্ড স্কুলের একটি হলরুমে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরষ্কার বিতরণ করা হয়। কমিউনিটি এড্যুকেশন প্রোগ্রামের মূল উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক সুজন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড শেফার্ড স্কুলের ডিরেক্টর অফ গাইডেন্স মিসেস চঞ্চলা বুলাওয়াত্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-স্পন্সর, লাইফ ইন ইতালি মাল্টিমিডিয়া ইভেন্টস এর চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

আরও পড়ুন: মিয়ানমারের সেই দুই সেনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি রুশনারা আলীর

নিউজ টোয়েন্টিফোর/নাজিম