নোয়াখালীতে প্রশাসন কী ঘুমিয়ে আছে: ফরিদা ইয়াসমিন

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এই ঘটনাকে তিনি বিভৎস ও ভয়াবহ হিসাবে আখ্যা দিয়েছেন। নারীকে নির্যাতন থেকে বাঁচাতে এবং দুর্বৃত্তদের ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। তাঁর স্ট্যাটাস তুলে ধরা হলো:

‘নোয়াখালীর ঘটনার ঠিক কোন ভাষায় নিন্দা জানাব, কি বিচার চাইব আমি আসলেই বুঝতে পারছি না। কী বিভৎস ! কী ভয়াবহ! 

আরও পড়ুন: শিশুকে মানুষ বানানোর কারিগর হলো “মা”

আমার স্বাধীন বাংলাদেশের ঘটনা!! মনে হচ্ছে একাত্তরের হায়েনাদের উল্লাস! এক মাস আগের ঘটনা। প্রশাসন কি ঘুমিয়ে আছে। বিভৎস দেলোয়ার বাহিনী গড়ে উঠল কিভাবে?একদিনে নিশ্চয় তাদের জন্ম হয়নি। আশেপাশের সবাই কি গভীর ঘুমে? সবাই জেগে উঠুন। সতর্ক হোন। না হলে নিজের ঘরও রক্ষা পাবে না। ’

ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব

news24bd.tv নাজিম