চট্টগ্রামে আজ দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট

চট্টগ্রামে আজ দুই ঘণ্টার জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।

চার দফা দাবিতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ধর্মঘট পালনের পাশপাশি মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা।

শনিবার বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ এ কর্মসূচি ঘোষণা দেন।

আরও পড়ুন: করোনায় বড় ধাক্কা শিল্প ঋণে, বিতরণ কমেছে ৩৫ শতাংশ

কমিটির দাবিগুলো হচ্ছে- বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টার্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত করা, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ ও সড়কে অবৈধ গাড়ির চলাচল বন্ধ করা।

মোহাম্মদ ইউনুছ বলেন, ‘চার দফা দাবিতে রোববার বিকেল ৩টা থেকে আমরা টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করব। কর্মসূচির পাশাপাশি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়বে না। ’ তবে এ সময়ের আগে বা পরে যেসব পরিবহন চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছাড়বে তা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে বলে জানান তিনি।

news24bd.tv নাজিম