বিএনপির গণ-অনশন, কোথাও অনুমতি না পেলে কেন্দ্রীয় কার্যালয়ে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন পালন করবে বিএনপি।  

ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের জেলা ও মহানগরে গণ-অনশন কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব  মির্জা ফখরুল।  

গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণাকালে দেশের মানুষের প্রতি এই আহ্বান জানান।

আরও পড়ুন

মার্ক জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর আইনি নোটিশ

প্রথম প্রকাশ্যে এসে পুনিতের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস!

যখন 'দোয়া' কবুল হয়

রাজধানী ঢাকার অনশন সম্পর্কে ফখরুল বলেন, ঢাকায় আমরা ভেন্যু পাওয়া সাপেক্ষে গণ-অনশন করব, শেষ পর্যন্ত কোথাও পাওয়া না গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব। ' 

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তাঁর জীবন রক্ষার জন্য বিদেশে পাঠাতে জোর দাবি জানাচ্ছি।

  ​news24bd.tv/এমি-জান্নাত