দুই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান।  

মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২০২২ এবং ২০২৩ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে আইসিসি ও এসিসি এর টুর্নামেন্টও। দুই বছরে মোট ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি এবং ৩টি টেস্ট খেলবে আফগানিস্তান।

এরই অংশ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।  

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএল আগামী বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।  

এর আগে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে চলতি বছরের জুলাইয়ে। ওয়ানডে সুপার লিগে বেশ ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। অন্যদিকে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড।

আরও পড়ুন:

গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে, আশা হানিফের

news24bd.tv/ নকিব