আজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা ১৫ মিনিটে চীনের অর্থায়নে নির্মিত পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন তিনি।

করোনার দীর্ঘ বিরতির পর প্রথমবারের মত স্বশরীরে কোন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পটুয়াখালির পায়রায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীকে বরণ করতে ২০০ নৌকা বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। রঙিন পালতুলে বিদ্যুৎকেন্দ্রের পাশের নদীতে এসব নৌকা ভাসিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এ অঞ্চলের জেলেরা।

এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিনেও, শেষ হচ্ছে না পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনের নির্মাণ কাজ।

বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক জানালেন, আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হতে পারে সঞ্চালন লাইনের নির্মাণ কাজ।

এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করায় পুরোপুরি পরিবেশ বান্ধব পায়রা বিদ্যুৎ কেন্দ্র।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।  

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

news24bd.tv রিমু