৩ বছর পর উইম্বলডন  জিতলেন জোকোভিচ

উইম্বলডন শিরোপায় চুমু দিচ্ছেন নোভাক জোকোভিচ [ছবি: রয়টার্স]

৩ বছর পর উইম্বলডন জিতলেন জোকোভিচ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে উইম্বলডন শিরোপা জয় করলেন নোভাক জোকোভিচ। দুই বছরের বেশি সময় পর কোনো গ্র্যান্ড স্লাম নিজের করে নিলেন এই সার্বিয়ান তারকা।

অল ইংল্যান্ড ক্লাবে রোববারের ফাইনালে ১২তম বাছাই দক্ষিণ আফ্রিকার অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে নিজের চতুর্থ উইম্বলডন শিরোপা জেতেন জোকোভিচ।

এটি তার ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা।

আর ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম।

ছেলেদের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন জোকোভিচ। ছাড়িয়ে গেলেন রয় এমারসনকে।

তার সামনে আছেন শুধু রজার ফেদেরার (২০), রাফায়েল নাদাল (১৭) ও পিট সাম্প্রাস (১৪)।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

 

সম্পর্কিত খবর