সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থীর মৃত্যু

সামছুজ্জামান শাহীন • খুলনা

বেপরোয়া ড্রাইভিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মোল্লা নাজিম উদ্দীনের মৃত্যুর ঘটনায় ঘাতক চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

আজ (১৭ জুলাই) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, প্রফেসর ড. সাবিহা হক, সহযোগী অধ্যাপক ফিরোজ মাহমুদ হাসান, এফএমআরটি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ তারেক আরাফাত, প্রভাষক আয়েশা রহমান আশা, শিক্ষার্থী শোভন, শেখ সালমান রহমান, মো. সোহানুর রহমান, মিনহাজ আহমেদ তুর্য।

বক্তারা ট্রাফিক আইন লঙ্ঘন করে সড়কে অপ্রাপ্তবয়স্কদের মোটর সাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চালনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় শিক্ষার্থী মোল্লা নাজিম উদ্দীনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  



শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর