চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন। নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেকপাড়ার মনোয়ার আলমের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও একই এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে নুরুল হক (২৫)। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, এস এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমবাগান এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক

তিন তলা ছাদ বেয়ে নকল সরবরাহ, ধরা পড়ে কারাগারে যুবক
অনলাইন ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে পরীক্ষা চলাকালে ছাদ বেয়ে নকল সরবরাহের সময় এক যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইমরান হোসেন (১৯), তিনি ওই এলাকারই বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফিদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরান তার এক আত্মীয় পরীক্ষার্থীকে নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন। ট্যাগ অফিসার শহীদুল ইসলাম কেন্দ্র পরিদর্শনের সময় ইমরানকে ভবনের তৃতীয় তলার ছাদ দিয়ে নকল দিতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। পরে পুলিশের সহায়তায় ইমরানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয় এবং পরীক্ষা আইন ১৯৮০ (ধারা ১১-ক) অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এই সময়...
কারাগারে স্বামীকে দেখতে এসে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার
অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক তরুণীকে সিএনজিতে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এক তরুণী ঢাকা থেকে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বুধবার রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে একটি সিএনজিতে উঠেন। সিএনজিতে আগে থেকে থাকা দুজন নারী যাত্রী কিছু দূর যাওয়ার পর নেমে যান। এরপর সিএনজিতে উঠানো হয় ২-৩ জন পুরুষ যাত্রীকে। চালক ও যাত্রীরা কৌশলে ভুক্তভোগীকে ঘুরিয়ে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন। এরপর ধর্ষণকারীরা বৃহস্পতিবার ভোররাতে তাকে রেখে পালিয়ে যান। তরুণীটি আশপাশের লোজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে...
স্বামী অনলাইন জুয়ায় আসক্ত: মা-ছেলের বিষপানে মৃত্যু
সরকার হায়দার, পঞ্চগড়

৫ বছরের ছেলেকে বিষ খাইয়ে মা নিজেও বিষপান করেন। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে দুজনেই মৃত্যুবরণ করেছেন। মায়ের নাম বিউটি আক্তার (২৮) ও ছেলে মুসা (৫)। পঞ্চগড় জেলা শহরের নিমনগড় এলাকার মতিউর রহমানের স্ত্রী ও ছেলে তারা। স্বামীর অনলাইন জুয়ার আসক্তি এবং সংসারে অভাব অনটনের কারণে এই মৃত্যু বলে দাবি করেছেন ওই নারীর পরিবার। তবে স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মতিউর রহমান ও বিউটি আক্তার দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে মাইশার বয়স ১১ বছর। আর ছেলে মুসার বয়স ৫ বছর। মতিউর মসজিদে খাদেমের কাজ করতেন। পরে পঞ্চগড় বাসস্টান্ডে চা বিক্রি করতেন। ব্যবসায় বড় লোকসান হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। আসক্ত হয়ে পড়েন জুয়ায়। সংসারে নেমে আসে অভাব অনটন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর