নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম

নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম

নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক কমিশনারের স্মৃতিচারণ উপলক্ষে আজ শনিবার নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।

এই উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে সকালে সোনাপুর আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শামসুদ্দিন জেহান, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ ও নোয়াখালীর পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলবে।

এদিন ৫০০ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে ১০০ জন জটিল চক্ষু রোগীর ছানি অপারেশনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হবে এবং সেখানে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেহান জানান, প্রতি বছর গরিব রোগীদের জন্য এই কার্যক্রম চলবে।