যে এলাকায় যেদিন শিল্পকারখানা বন্ধ, তালিকা প্রকাশ

যে এলাকায় যেদিন শিল্পকারখানা বন্ধ, তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প-কারখানা সপ্তাহে একদিন (এলাকাভিত্তিক আলাদা দিনে) বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

এ কারণে বিভিন্ন শিল্প এলাকার ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

কাল শুক্রবার থেকেই নতুন এ তালিকা অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এটি জানানো হয়েছে। আজ থেকেই বিভিন্ন শিল্প এলাকার ছুটির নির্দেশ কার্যকর হবে।

জ্বালানি সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং চলছে।

শিল্প এলাকার সাপ্তাহিক ছুটির তালিকা

এর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য (প্রজ্ঞাপনের) ২নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের এই দিন ধার্য থাকবে। ’

এই রকম আরও টপিক