বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা পালন, বর্ষাবাস শুরু

বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা পালন, বর্ষাবাস শুরু

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহার, আসামবস্তি ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসহ রাঙামাটির প্রতিটি বৌদ্ধ মন্দিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শুভ আষাঢ়ী পূর্ণিমা উৎসব।  

এ উপলক্ষ্যে আজ (২৭ জুলাই, শুক্রবার) সকাল থেকে দিনব্যাপী পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

ভোরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, মোমবাতি প্রজ্জ্বলন ইত্যাদি।  

সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।

রাজবন বিহারে উদযাপিত অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় মহাগুরু পরিনির্বাণপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিষ্য ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞা লঙ্কার মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুমণ্ডলী উপস্থিত ছিলেন। তারা পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় নির্দেশনা দেন।  

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ অগণিত পুণ্যার্থীও অনুষ্ঠানে যোগ দেন। একই কর্মসূচি পালিত হয়েছে শহরের আসামবস্তি ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসহ অন্যান্য বৌদ্ধ মন্দিরে।



মুমু/অরিন/news24bd.tv

সম্পর্কিত খবর