সৌদি পৌঁছেছেন ৭৯,৭৯৭ হজযাত্রী, মারা গেছেন ১৬জন

হজে গিয়ে অসুস্থ হয়ে পড়া মুসল্লিদের চিকিৎসা চলছে

সৌদি পৌঁছেছেন ৭৯,৭৯৭ হজযাত্রী, মারা গেছেন ১৬জন

সৌদি আরব প্রতিনিধি

চলতি বছর হজ পালনের জন্য ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৭৯,৭৯৭ জন হজযাত্রী। এর মধ্যে বার্ধক্যজনিত কারণ ও অসুখে মারা গেছেন ১৬ জন। হজ ব্যবস্থাপনা সুন্দর এবং সুষ্ঠভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করছে সৌদি আরবস্থ বাংলাদেশ হজ অফিস। ২০১৮সালে সাপোর্টিং টিমের সদস্যসহ ১লক্ষ ২৮হাজার বাংলাদেশির পবিত্র হজ পালনের সম্ভাবনা রয়েছে।

ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি পবিত্র হজ। আরবী জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে মক্কার মিনা, আরাফা ও মুজদালিফায় অবস্থানের মাধ্যমে হজ সম্পন্ন করতে হয় ধর্মপ্রাণ মুসলমানদের। গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট মধ্যরাত পর্যন্ত ২২৯টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৭৯হাজার ৭৯৭জন হজযাত্রী। হজযাত্রীদের যে কোন সমস্যা তাৎক্ষনিক সমাধানের জন্য এই বছর থেকে বাংলাদেশি হজযাত্রী উঠেছেন এমন প্রত্যেক বাড়ি বা হোটেলে সার্বক্ষণিক হজ অফিসের প্রতিনিধিদের অবস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মক্কায় বাংলাদেশ হজ অফিসের প্রশাসনিক টিমের সদস্য মো. মনিরুজ্জামান জানান, ২০১৮সালে বাংলাদেশের ৫২৮টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে। অতীতের বছরগুলোর চাইতে এ বছর সুষ্ঠ এবং সুন্দরভাবে হজ সম্পন্ন করতে বদ্ধ পরিকর বাংলাদেশ ও সৌদি হজ ও ওমরাহ্‌ মন্ত্রণালয়। এজেন্সিগুলো কোন শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছর এ পর্যন্ত আটটি এজেন্সিকে বিভিন্ন অনিয়মের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হজ মন্ত্রণালয়।

এদিকে এ বছর হজ পালন করতে সৌদি আরব এসে মারা গেছেন ১৬জন বাংলাদেশি। এর মধ্যে ১৪জন পুরুষ এবং ২জন নারী। হজ যাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন ডাক্তার, নার্স, ব্রাদার্স, ফার্মাসিস্ট, ওটি এসিট্যান্ট, সহায়তাকারীসহ প্রায় ৪০০জনের একটি মেডিকেল টিম। হজ পালনে আগ্রহীদেরকে হজের আগে বাংলাদেশের জেলায় জেলায় সরকারিভাবে প্রশিক্ষণ দেয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর হার অনেক কম বলে জানিয়েছেন মক্কা-বাংলাদেশ হজ মিশনের ক্লিনিকে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা।  

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে বাংলাদেশ গোলাম মসীহ'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি হজ ও ওমরাহ্‌ মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সৌদি হজ ও ওমরাহ্‌ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।  

সম্পর্কিত খবর