নাটোরে সড়কে বিক্ষোভ, যানবাহনের লাইসেন্স পরীক্ষা

শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ।

নাটোরে সড়কে বিক্ষোভ, যানবাহনের লাইসেন্স পরীক্ষা

নাটোর প্রতিনিধি

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও ৯ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এসময় ছাত্র-পুলিশ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।

শনিবার সকালে মাদ্রাসা মোড়ে আন্দোলনকারীরা যানবাহনের লাইসেন্স পরীক্ষা করে। এসময় পুলিশ বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।

পরে স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্রদের শান্ত করেন। এদিকে নিরাপদ সড়ক চাই দাবিতে সিংড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

নাটোর এনএস সরকারি কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ ও নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়। সকাল ১১টার দিকে ওই তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবি করে মিছিল বের করে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)
 

সম্পর্কিত খবর