প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান। টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এখন এটি। আর সেই রান তাড়ায় নেমে ৫৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তুলে নেয় ৯ উইকেটের বিশাল জয়। লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৫ রানে ওপেনার কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান করে ফজল হক ফারুকির বলে বোল্ড হন তিনি। এরপর আরেক ওপেনার রিজা হেনড্রিকস অধিনায়ক আইডেন মারক্রামকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। দুজনেই থাকেন অপরাজিত। ২৫ বলে ২৯ রান করেন হেনড্রিকস। ২১ বলে ২৩ রান আসে মারক্রামের ব্যাট থেকে। এর আগে,সেমিফাইনালে টসে...
৫৩ বলে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে ২০ টি দল অংশ নিয়েছে। যেখানে সহআয়োজক হিসেবে আছে আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা ছাড়াও আরও ৮টি আইসিসির সহযোগী দেশ খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে। ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দিতেই এই প্রয়াস ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচ ঘিরে সেই উত্তাপ কিছুটা হলেও কম অনুভূত হচ্ছে। কারণও আছে অবশ্য। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যে মুখোমুখি হচ্ছে আইসিসির দুই সহযোগী সদস্য। রোববার (২ জুন) দুই প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর