শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ ও স্বর্ণ জব্দ

প্রতীকী ছবি

শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ ও স্বর্ণ জব্দ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ ও ২শ' গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। আব্দুল বারী নামে এক যাত্রীর কাছ থেকে এসব জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

জব্দকৃত পণ্যের বাজার মূল্য ২৮ লাখ টাকা। আজ সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মইনুল খান জানান, জব্দকৃত ওষুধগুলোর মধ্যে রয়েছে- ইম্যুরান ট্যাবলেট ২০ পাতা, জেনিক্যাল ট্যাবলেট ২০ পাতা, ভ্যাস্টারেল ট্যাবলেট ৬০ পাতা, মেস্টন ট্যাবলেট ৩ বোতল, ন্যাসোনেক্স স্প্রে ২৩ বোতল, লিউকেরাম ৩৮ বোতল, মিয়াক্যালকিক স্প্রে ২৩ বোতল, অফমেনটিন ট্যাবলেট ৩০ পাতা। এছাড়া আমদানি নীতির আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশি ওষুধ আমদানি করা যায় না। তাই, জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর