শান্তর ফিফটিতে সকাল শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

শান্তর ফিফটিতে সকাল শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের লক্ষ্য ৫১৩ রান। এই লক্ষ্য পাড়ি দিতে টাইগারদের করতে হবে রেকর্ড। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৪১৩ রান। এই লক্ষ্য তাড়া করতে শনিবারসহ দুইদিন সময় পাচ্ছে বাংলাদেশ।

 

আপাতদৃষ্টিতে অসম্ভব এই রান তাড়া করতে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলদেশ। শেষ খবর পাওয়ার পর্যন্ত ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০২ রান। প্রথম ইনিংসে 'গোল্ডেন ডাক' করা নাজমুল হাসান শান্ত ব্যাট থেকে এসেছে অর্ধশত। জাকির হাসান অপরাজিত রয়েছে ৪৩ রানে।

 

এর আগে, প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। ইনিংসের প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফেরেন শান্ত। ব্যার্থ সাকিব-ইয়াসিররা। ইনিংস সর্বোচ্চ ২৮ রান আসে মুশফিকের ব্যাট থেকে। বাংলাদেশকে ফলো অনে ফেলার সুযোগ থাকলেও তা না করে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ও চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ২৫৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের সামনে দাড়ায় পাহাড়সম এক টার্গেট।  

প্রথম জুটি আশা দেখাচ্ছে বাংলাদেশকে। শান্ত-জাকিরের ব্যাট থেকে একটি ভালো সংগ্রহ আসলে জয়ের আশা করতেই পারে বাংলাদেশ।  

news24bd.tv/আজিজ