প্যান্টে প্রেসিডেন্টের মূত্রত্যাগ, ভিডিও ফাঁসের পর ৬ সাংবাদিক আটক (ভিডিও)

সংগৃহীত ছবি

প্যান্টে প্রেসিডেন্টের মূত্রত্যাগ, ভিডিও ফাঁসের পর ৬ সাংবাদিক আটক (ভিডিও)

অনলাইন ডেস্ক

গত মাসে এক অনুষ্ঠানে প্যান্টে প্রসাব করে দেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সাল্ভা কির। সেই ভিডিও প্রকাশ করার অভিযোগে ৬ সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।  

সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট কির।

জাতীয় সংগীত চলাকালে তার প্যান্ট ভিজে যায়।  

ভিডিওতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। বাজছে জাতীয় সংগীত। এক পর্যায়ে তার প্যান্ট ভিজে যায়।

তিনি নিচের দিকে তাকান। ক্যামেরা তার দিক থেরে সরিয়ে ফেলা হয়।  

ভিডিওটি সে সময় টেলিভিশনে প্রচার করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টের এমন কাণ্ডে সমালোচলার ঝড় উঠেছে বিরোধী দলের থেকে। প্রশ্ন উঠছে তার শারীরিক অবস্থা নিয়ে। তবে অনেকে আবার বলছেন, দেশপ্রেমের নজির রেখেছেন প্রেসিডেন্ট কির। জাতীয় সংগীত চলায় তিনি সে স্থান ছেড়ে যাননি।  

সাংবাদিক ইউনিয়ন বলছে, ভিডিওটি কীভাবে ফাঁস হয়েছে তা জানতে আটক করা হয়েছে ওই ছয় সাংবাদিকদের। তবে তাদের কেন আটক করা হয়েছে তা জানায়নি দেশটির প্রশাসন।

ভিডিও দেখতে ক্লিক করুন! 

news24bd.tv/আজিজ