হজের খরচ কমানোর খবরটি সঠিক নয়: হাব

সংগৃহীত ছবি

হজের খরচ কমানোর খবরটি সঠিক নয়: হাব

এবছর হজের খরচ ৩০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার, এমন খবরটি সঠিক নয় বলে জানিয়েছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।  আজ মঙ্গলবার সংগঠনটির মহাচিব ফারুক আহমদ সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে যে, আগামী ২০২৩ সনের হজযাত্রীদের হজ পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে ৩০ শতাংশ খরচ কমানোর সুযোগটি পাবেন শুধু মাত্র দেশটির নাগরিকরা।

বাংলাদেশ কিংবা বিশ্বের অন্য কোন দেশের নাগরিকদের জন্য এটি প্রযোয্য নয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজের মত একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনরুপ বিভ্রান্তি তৈরি না হয় সে কারণে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছর ৩০ শতাংশ কম খরচে হজ করতে পারবে হজ পালনে ইচ্ছুকরা। মুলত ৩০ শতাংশ কম খরচে দেশটির নাগরিকরাই হজ করতে পারবে।

 
news24bd.tv/আলী