শাহজালালে সাড়ে ৪ কেজি সোনার বার উদ্ধার

শাহজালালে স্বর্ণ উদ্ধার। -প্রতীকী ছবি

শাহজালালে সাড়ে ৪ কেজি সোনার বার উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নং বিএস৩২২) ১১-এ ও ১১-বি সিটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে।  

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি সকাল ৭টায় মাসকাট থেকে ঢাকায় আসে। ফ্লাইটটির একটি সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পড়ে আছে।

বান্ডিল দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে আসা হয়।

এর ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগ।

সম্পর্কিত খবর