ইউএস ওপেন জিতে সাম্প্রাসকে ছুঁলেন জোকোভিচ

ইউএস ওপেনের শিরোপা হাতে নোভাক জোকোভিচ

ইউএস ওপেন জিতে সাম্প্রাসকে ছুঁলেন জোকোভিচ

সাহিদ রহমান অরিন

টুর্নামেন্ট শুরুর আগেই ‘হট ফেভারিট’ ছিলেন নোভাক জোকোভিচ। হয়েছেও সেটা। রজার ফেদেরার, রাফায়েল নাদাল না পারলেও শিরোপায় চুমু আঁকলেন জোকোভিচই। হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জিতে নিলেন তিনি।

ইউএস ওপেনের নতুন রাজা ফাইনালেও খেলেছেন রাজার মতোই। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে আর্জেন্টাইন পোত্রোকে কোনো প্রতিরোধই গড়তে দেননি তিনি। হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে।

news24bd.tv

এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জোকোভিচ।

এর আগে ২০১১ ও ২০১৫ সালে এই শিরোপা নিজের শোকেজে ভরিয়েছিলেন ৩১ বছর বয়সী সার্বিয়ান তারকা।

চলতি বছরটা দারুণ কাটছে জোকোভিচের। ২ মাস আগেই উইম্বলডন শিরোপা ঘরে তোলেন তিনি। সব মিলিয়ে ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক হলেন নোভাক। এতে মার্কিন কিংবদন্তি ও নিজ ‘আইডল’ পিট সাম্প্রাসের পাশে বসলেন তিনি। তার চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম আছে কেবল রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদালের (১৭)।

 

সূত্র: স্কাই স্পোর্টস, দ্য ইন্ডিপেনডেন্ট

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর