তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

সংগৃহীত ছবি

তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

অনলাইন ডেস্ক

তুরস্কে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল আবারো একজনকে জীবিত উদ্ধার করেছে। এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে আরও ৯টি মরদেহ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, তুরস্কে বাংলাদেশের উদ্ধারকারী দল আজকেও অনুসন্ধান চালিয়ে একজনকে জীবিতর পাশাপাশি নয়টি মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়।

সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

news24bd.tv/সাব্বির