এলইডি লাইটের মধ্যে স্বর্ণের চাকতি, শাহজালালে আটক ১

প্রতীকী ছবি

এলইডি লাইটের মধ্যে স্বর্ণের চাকতি, শাহজালালে আটক ১

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একটি স্বর্ণের চাকতি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে এক যাত্রীর বহন করে আনা এলইডি লাইটের ভিতরে লুকায়িত অবস্থায় স্বর্ণের চাকতিটি পাওয়া যায়। এর ওজন প্রায় ২৪৮ গ্রাম।  এছাড়া ওই যাত্রীর  প্যান্টের প‍কেট থেকে চারটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয় যার ওজন ৯৯ গ্রাম ।

আটক স্বর্ণের মূল্য প্রায় ১৭ লাখ ৩৫ হাজার টাকা।

আটক যাত্রী মাহাবুবুল আলমের বাড়ি ফেনীর ছাগলনাইয়া। তার পিতার নাম আব্দুল গফুর। পাসপোর্ট নম্বর: BK0912941

ওই যাত্রী বুধবার দিবাগত রাত  ১১টা ২০ মিনিটে Ek584 ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন।

গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে।  জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে তিনি বারবার অস্বীকার করেন যে তার কাছে কোন স্বর্ণ নেই। পরবর্তীতে তার সাথে থাকা এলইডি লাইট ভেঙে স্বর্ণের চাকতিটি বের করা হয়।

এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্তিতিতে চার্জার এলইডি লাইটের ভিতর থেকে চাকতিটি বের করে ওজন করে ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।  

আটক যাত্রী জানান, স্বর্ণ গলিয়ে এই চাকতি বানানো হয়েছে। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই অভিনব কৌশল অবলম্বন করা হয়।

যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছরে দুই বার বিদেশ ভ্রমন করেছেন।  

জিজ্ঞাসাবাদে যাত্রী জানান তিনি একজন দোকান মালিক ।  

এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর