দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে, গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড 

সংগৃহীত ছবি

দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে, গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড 

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে আবাসিক ভবনের আগুনে দগ্ধ তিন জন শেখ হাসিনা জাতীয় বার্নে অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মো. মুসা শিকদার (৩৩), মো. রওশন আলী (৩০) ও শ্যামা রহমান। তাদের চিকিৎসায় আজই একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্নের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।  

আরও পড়ুন...অত্যাধুনিক ভবনে ভঙ্গুর অগ্নিনির্বাপন ব্যবস্থা, যেভাবে আগুন লাগে 

চিকিৎসকরা জানান, এদের মধ্যে শ্যামা রহমানকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তার শ্বাসনালি পুড়ে গেছে ও তিনি ভবন থেকে নিচে লাফ দিয়েছিলেন। বাকি দুজন ঝুঁকি মুক্ত।  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে এর আগে একজন নারী এসেছেন। পরে আরও দুজন পুরুষ এলেন।

তাদের শরীরে কোনো বার্ন না থাকলেও ইনহ্যালেশন বার্ন থাকতে পারে, যেহেতু ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন...গুলশানের আগুনে দগ্ধ এক নারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে আগুন লাগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১১টার দিকে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে।  

আরও পড়ুন...

গুলশানের আগুনে নিহত যুবকের পরিচয় মিলেছে

গুলশানে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

news24bd.tv/ইস্রাফিল