৩ টাকার ডিম কিনতে নাকানিচুবানি! (ভিডিও)

৩ টাকার ডিম কিনতে নাকানিচুবানি

৩ টাকার ডিম কিনতে নাকানিচুবানি! (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আজ শুক্রবার সীমিত সময়ের জন্য সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম ৩ টাকায় বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর। এই ঘোষণার পর সকাল থেকেই রাজধানীর খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে হাজারো মানুষ ভিড় জমায়। লাইন ধরে দাঁড়ালে তা সংসদ এলাকা অতিক্রম করে। এক পর্যায়ে শুরু হয়ে যায় হুড়োহুড়ি।

কে কার আগে নিবে সেই প্রতিযোগিতা। ডিম কিনতে এসে নাকানিচুবানি খেয়ে অধিকাংশ মানুষই খালি হাতে ফিরেছেন।

 

অতিরিক্ত ভিড় আর ধাক্কাধাক্কিতে হট্টগোল লেগে যায়। হইচই পড়ে যায় কৃষিবিদ ইনস্টিটিউটের চত্বরে।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় সকাল ১০ টা থেকে ডিম বিক্রি বন্ধ রাখেন আয়োজকরা। এতে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা বিক্ষোভ করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের আশেপাশে।

যাত্রাবাড়ি থেকে আগত ক্রেতা মোকছেদ বলেন, সকালেই রওনা দিছি, এসে দেখেই ডিম বিক্রি হচ্ছে না। মারামারির মতো লেগে গেছে।

মালিবাগ থেকে আগত দ্বীপ চৌধুরি বলেন, এসে দেখি লাইন এক কিলোমিটারের বেশি লম্বা। আধা ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়ানোর পর শুনি ডিম বিক্রি বন্ধ।

জানা যায়, ৩ টাকার ডিম কিনতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। চাপ সামলাতে না পেরে ডিম বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এর আগে অনেকেই ডিম পেয়েছেন কিন্তু অনেকেই ভালোভাবে ডিম নিয়ে ফিরতে পারেননি। হুড়োহুড়িতে অনেকের ডিম রাস্তায় পড়ে ভেঙে যায়।

সম্পর্কিত খবর