ভারতের মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে চায় রাশিয়া

একটি মহাকাশযান

ভারতের মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে চায় রাশিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতীয় নভোচারীদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের তরফ থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২৪ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরই দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, সম্ভবত নির্ধারিত সময়সীমার আগেই মিলবে সাফল্য।

সেই লক্ষ্যে কাজ করছে ভারতীয় মহাকাশ সংস্থা।

একদিকে যেমন চলছে প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা, তেমনই চলছে নভোচারী বাছাইয়ের কাজ। ভারতীয় বিমানবাহিনী ও ইসরো যৌথভাবে সেরা তিন নভোচারী বাছাইয়ের কাজ করছে। সেই প্রক্রিয়াতেই ভারতকে সহযোগিতা করার ইচ্ছে প্রকাশ করলো রাশিয়া।

উল্লেখ্য, ভারতের প্রথম ২ কৃত্রিম উপগ্রহ মহাকাশে গিয়েছিল রুশ রকেটে চড়ে। অখণ্ড সোভিয়েত ইউনিয়নের বইখানুর কসমোড্রম থেকে কক্ষপথে পৌঁছেছিল আর্যভট্ট ও ভাস্কর। মহাকাশ গবেষণায় দুই দেশের বোঝাপড়ার ইতিহাস স্মরণ করে ইসরো রুশ প্রস্তাব গ্রহণ করে কি না, সেটাই দেখার বিষয়।


সূত্র: ডেকান ক্রনিকল, ডিএনএ ইন্ডিয়া

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর