মানিকগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

ফাইল ছবি

মানিকগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড টার্মিনাল দখলের চেষ্টাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে মানিকগঞ্জে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানান, শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তার লোকজন নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড টার্মিনাল দখলের চেষ্টা করে।

এর প্রতিবাদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেন জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।

অন্যদিকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। বৈধভাবে ওই টার্মিনাল ব্যবহারের অধিকার তাদের। কিন্তু বাবুল তার লোকজন নিয়ে অবৈধভাবে বাস টার্মিনাল দখল করে রেখেছেন।

মানিকগঞ্জ জেলা শহর বাসস্ট্যান্ডসহ জেলার সাতটি উপজেলা থেকে পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।  

সম্পর্কিত খবর