চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ শুক্রবার (২১ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠক করবে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় এ কমিটি। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আর যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে রোজা ৩০টি হবে। ঈদ হবে আগামী রোববার।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপিত হচ্ছে। পটুয়াখালীর ২৫ গ্রামে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদের প্রধান জামাত সদর উপ‌জেলার বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে দেশের নোয়াখালী, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, দিনাজপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর ও পিরোজপুর, সাতক্ষীরা, ফরিদপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর পালিত হয়েছে।

news24bd.tv/FA