পিরোজপুরে ধর্মীয় সংখ্যালঘুদের দ্বি-বার্ষিক সম্মেলন

ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট্রের দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুরে ধর্মীয় সংখ্যালঘুদের দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট্রের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

আজ (২৮ সেপ্টেম্বর, শুক্রবার) সকালে পিরোজপুর স্কাউট ভবনে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্টের জেলা আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে  দ্বি-বার্ষিক সম্মেলনের সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। বিশেষ অতিথি ছিলেন মাইনরিটি রাইটস ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।

 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী,বরিশাল মহানগর সভপতি পংকজ সরকার,পূজা উদযাপন পরিষদের জেলা সম্পাদক বাবুল হালদার,যুগ্ম সম্পাদক রাজ শেখর দাসসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।  

গীতা পাঠ ও জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। সভায় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা যেন অপশক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকারের সহযোগিতা চায় মাইনরিটি রাইটস ফোরাম।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর