আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল

আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

ক্রীড়া ডেস্ক

আজ (১ অক্টোবর, সোমবার) পর্দা উঠছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের পঞ্চম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও লাওস। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

৬ জাতির এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে লাওস ও ফিলিপাইন। অন্যদিকে ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সেমি ফাইনাল (৯ ও ১০ অক্টোবর) দুটো হবে কক্সবাজারে।
আর ১২ অক্টোবর ফাইনাল ম্যাচ মঞ্চস্থ হবে ঢাকায়।  

কিছুদিন আগেই ঢাকায় শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। সম্ভাবনা জাগিয়েও ওই টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। সাফের তুলনায় শক্ত প্রতিপক্ষই থাকছে বঙ্গবন্ধু গোল্ড কাপে। ফিফা র‌্যাঙ্কিংয়ে সবগুলো দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিলিস্তিন ১০০, ফিলিপাইন ১১৪, তাজিকিস্তান ১২০, নেপাল ১৬০, লাওস ১৭৮ আর বাংলাদেশ রয়েছে ১৯৩ নম্বর স্থানে।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ফিলিপাইনের সাথে। লাওসের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ তারা। তাই আজকের ম্যাচ জিতে সেমি ফাইনালটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দুই দলের সর্বশেষ দেখায় ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচটি অবশ্য বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। গেল মার্চে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা দল লাওসের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে লাল-সবুজ জার্সিধারীরা।

তাই সেমি ফাইনালে ওঠার জন্য লাওসের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ। কোচ জেমি ডেও গুরুত্ব দিচ্ছেন আজকের ম্যাচটিকেই, ‘গ্রুপ পর্বের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে লাওসের বিপক্ষে ম্যাচটির ওপরেই বেশি গুরুত্ব দিতে হচ্ছে। তাদের হারাতে পারলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে সেমি ফাইনাল। ’


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর