নৈসর্গিক জলাভূমি শুকিয়ে মরুভূমি!

ইরাকের এক সময়ের জলাভূমি সেন্ট্রাল মার্স

নৈসর্গিক জলাভূমি শুকিয়ে মরুভূমি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাকের এক কালের নৈসর্গিক জলাভূমি সেন্ট্রাল মার্স বর্তমানে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জলাধারটির মাটি এখন শুকিয়ে প্রায় চৌচির।  

বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য নেচার বলছে, এক সময় ইরাকের মোট মাছ সরবরাহের অর্ধেকের বেশি আসতো এই জলাশয়টি থেকে। ১৯৯১ সালে সাদ্দাম হোসেনের শাসনামলে জলাভূমিটি সর্বশেষ খনন করা হয়।

 

উল্লেখ্য, গেল ৩০ বছরে জলবায়ুর পরিবর্তনের ফলে এ অঞ্চলটির তাপমাত্রা প্রায় ৫% বৃদ্ধি পাওয়ায় সেখানে এখন ধূলিঝড় বেড়েছে। মূলত এর ফলেই মরে গেছে মাছসহ অসংখ্য জলজ প্রাণী। বর্তমানে দুই-তিন হাত জায়গা নিয়ে সরু একটি খাল থাকলেও এর পানির স্তর একেবারেই নেই বললেই চলে।


সূত্র: দ্য নেচার 

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর