নোয়াখালী উপকূলে নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ 

নোয়াখালী উপকূলীয় এলাকায় উত্তাল সাগর [পুরোনো ছবি]

নোয়াখালী উপকূলে নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ 

আকবর হোসেন সোহাগ • নোয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‌‌‘তিতলি’র প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দুই উপজেলা হাতিয়া ও কোম্পানীগঞ্জে সব ধরণের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

জেলা সদরের সাথে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম সরকারি সি-ট্রাক এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নদীর দুই পাড়ে আটকা পড়েছেন অনেক যাত্রী।  

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক মো. সরাফৎ হোসেন খান জানান, সকাল থেকে ঝোড়ো হাওয়ার সাথে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

আর তাই উপকূলীয় এলাকায় ৪ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত জারি করা হয়েছে। আশ্রয় কেন্দ্র ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।


আকবর▐ অরিন▐ NEWS24  

সম্পর্কিত খবর