'অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন নয়'

'অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন নয়'

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার নামে অসাংবিধানিক কোনো সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (১৯ জুলাই) বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান।  

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, সাংবিধানিক ধারা মেনে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনই যথেষ্ট।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার নামের কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। অতীতে আমরা এমন অসাংবিধানিক সরকার দেখেছি, তারা জাতীয় পার্টি ও এরশাদের ওপর চরম অবিচার করেছে। ওয়ান-ইলেভেনসহ কোনো তত্ত্বাবধায়ক সরকারের আমলই সুখকর ছিল না।