ইরাককে ৪ গোলে হারালো আর্জেন্টিনা

ছবি-সংগৃহীত

ইরাককে ৪ গোলে হারালো আর্জেন্টিনা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় জয়ে প্রস্তুতি সারল আর্জেন্টিনা । ইরাককে ৪-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে ইরাকের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রিন্স ফজয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে এই খেলায় ছিলেন না মেসি।

তবে মেসির অভাব বুঝতেই দেননি আর্জেন্টাইন তরুণ খেলোয়াড়রা। দলের হয়ে ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোলটি করেন ইন্টার মিলান তারকা মার্টিনেজ।

এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি দিবালা। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দিবালার সঙ্গে ওয়ান-টু পাসে ক্লিনিক্যাল ফিনিশে গোল পান পেরেইরা। ৮২ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন পেজ্জেলা। কর্নার কিক থেকে সার্ভিওর মাথা ছুঁয়ে বল যায় পেজ্জেলার কাছে। হাওয়ায় ভাসা বলে হেডে বল জালে জড়ান তিনি। যোগ হওয়া সময়ে ইরাকের জালে শেষ গোল পান সেরভি। কান্নেমানের পাস থেকে জোরালো শটে চার নম্বর গোলটি করেন এই মিডফিল্ডার।

শুক্রবার সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তারাও নিশ্চয় প্রস্তুতিটা ভালো ভাবেই নিতে চাইবে।

গত মাসে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের ভাগ্য কী হবে সেটা সময়ই বলে দিবে।

 

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর