বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতল ফিলিস্তিন

ফিলিস্তিন ফুটবল দল।

বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতল ফিলিস্তিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফাইনালে তাজিকিস্তানকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতে নিল ফিলিস্তিন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। কিন্তু নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে।

এর ফলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়।

খেলার শুরু থেকেই সমানতালে খেলেছে দু’দল। সাত মিনিটে বক্সের বাইরে থেকে তাজিকিস্তানের ফরোয়ার্ড জাহাঙ্গীরের শট বারের উপর দিয়ে চলে যায়। এরপর থেকে বেশ কিছুটা সময় আক্রমণের করে তাজিক শিবিরে কাঁপন ধরায় ফিলিস্তিনের খেলোয়াড়রা।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিলো গোলশূন্য। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

এএফসি চ্যালেঞ্জ কাপ ও আমন্ত্রিত একটি টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়ায় এটা তাদের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ফিলিস্তিন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর