ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মঙ্গলবার

ছবি-সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মঙ্গলবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুই দল মুখোমুখি হয়েছে ১০৪ বার। ২৬টিতে ড্র, ব্রাজিলের জয় ৪০টি অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৩৮টি ম্যাচে। সবচেয়ে মজার তথ্যটি হচ্ছে দল দুটি ১৬২টি করে গোল দিয়েছে একে ওপরকে। আগামী মঙ্গলবার একে অপরের বিপক্ষে ফের মাঠের লড়াইয়ে নামছে দক্ষিণ আমেরিকার দেশ দুটি।

সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। তবে এই ম্যাচটিকে প্রীতি ম্যাচ বলতে নারাজ ব্রাজিলের কোচ তিতে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৫৭ বছর বয়সী এই কোচ বলেন- ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। ম্যাচটিতে আমাদের আরও ভালো করতে হবে।

তা না হলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হবে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে শুক্রবার রাতে রিয়াদে সৌদির বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নেইমার নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি না থাকলেও ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর